বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে মুক্ত দিবসে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মুক্ত দিবসে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ব্যান্যারে মুক্ত দিবসটি পালন করা হয়।

আনন্দ র‌্যালিটি বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করেন একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মক্ত দিবস সম্পর্কে সংক্ষিপ্ত পথসভা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, সহ-সভাপতি ইমতিয়াজ মাসরুল কুইক, পৌর ছাত্রলীগের সভাপতি নাজমুজ্জামান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব রায়হায় ইমনসহ অন্যান্যের নেতাকর্মীরা।

পথসভায় নেতাকর্মীরা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে জানানো জন্যই মুক্ত দিবসে এই ধরনের আয়োজন করা হয়।

এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমিটির মেয়াদ না থাকায় মুক্তিযোদ্ধার পক্ষে মুক্ত দিবসটি পালন করতে পারিনি মুক্তিযোদ্ধারা। মুক্ত দিবসে নেয়া হয়নি সরকারীভাবে কোন কর্মসূচী।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …