রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা চুরির অভিযোগে দোকানে আটকিয়ে রেখে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা চুরির অভিযোগে দোকানে আটকিয়ে রেখে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা চুরির অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে গভীর রাতে বাবা মাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে উঠিয়ে এনে জোরপূর্বক বাড়ির দলিল, ফাকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরসহ মোবাইল কেড়ে নিয়ে থানায় মিথ্যা মামলার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগীর পরিবার।

আজ সোমবার দুপুরে নিউ মডেল প্রেসক্লাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান শাওন ট্রেডার্স এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে কর্মচারী মেরাজ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গেল ২৮ সেপ্টেম্বর জরুরি প্রয়োজনে দোকান থেকে ৫ হাজার টাকা নিলে শাওন ট্রেডার্সের মালিক সামিরুল আলম শাওন বিষয়টি জানতে পেরে দোকানে আটকে রেখে নির্যাতন করতে থাকে এবং ১ কোটি ২৮ লাখ টাকা চুরি করেছি বলে জোরপূর্বক স্বীকার করতে বলেন। কথা না শুনলে মারধরসহ নানা ধরণের হুমকি ধামকি দিতে থাকে। সেই রাতেই দোকান আটকে রেখে গভীর রাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাবা মা, বাড়ির দলিল, ফাকা চেক, ফাকা স্ট্যাম্পে স্বাক্ষরসহ মোবাইল কেড়ে নিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করে। শাওন ট্রেডার্স এর মালিক সামিরুল আলম পরিবারের সাথে দন্দ ও তার অপকর্ম ঢাকতে আমাকে ও আমার পরিবার উপর অভিযোগ করছে। এসব থেকে পরিত্রাণ চান মেরাজ ও তার ভুক্তভোগী পরিবার।

এদিকে শাওন ট্রেডার্সের মালিক সামিরুল আলম শাওন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সে মোবাইল বলেন এসব মিথ্যা ভিত্তিহীন।

এসময় উপস্থিত ছিলেন, শাওন ট্রেডার্সের কর্মচারী জহির রায়হান মেরাজ, মেরাজের বাবা শাহালাল হোসেন, ভাই মেহদী হাসান।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …