নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে ১৪ বছর কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আব্দুল মোতালেব মুন্সির ছেলে মোঃ রাকিবুল রাকিব ও নারায়নগঞ্জ জেলার ফুতল্লা উপজেলার রামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২৬ মার্চ সকাল ৮ টার সময় জেলার শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭০৩) এর চেসিসের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৩৯৬৫ বোতল ফেন্সিডিলসহ চালক রাকিব এবং হেলপার মারুফকে আটক করে।
ঐদিন র্যাব-৫ এর এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ২০১৮ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
