সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২জনের ১৪ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২জনের ১৪ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে ১৪ বছর কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আব্দুল মোতালেব মুন্সির ছেলে মোঃ রাকিবুল রাকিব ও নারায়নগঞ্জ জেলার ফুতল্লা উপজেলার রামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২৬ মার্চ সকাল ৮ টার সময় জেলার শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭০৩) এর চেসিসের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৩৯৬৫ বোতল ফেন্সিডিলসহ চালক রাকিব এবং হেলপার মারুফকে আটক করে।
ঐদিন র‌্যাব-৫ এর এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ২০১৮ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *