বুধবার , এপ্রিল ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার চর দূর্লভপুর এলাকার মৃত. সাইদুর রহমানের ছেলে মোঃ মমিন (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আসামী মমিনকে আটক করে র‌্যাব-৫। পরের দিন ২৩ ডিসেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার। মামলার তদন্ত শেষে মমিনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৭ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ‘আদালতে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রদান ও যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।’

আরও দেখুন

ঈদ পর ফের বাড়লো হিলিতে আলু,পেঁয়াজ, রসুন ও আদার দাম

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আলু আমদানি। তবে আমদানিতেও কমছে না ভারতীয় …