মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময়ের মধ্যে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন সহ অন্যান্যরা।

আরও দেখুন

নাটোরে এবার বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, লালপুর: নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন …