রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাবেক এমপি আব্দুল ওদুদ

চাঁপাইনবাবগঞ্জে ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাবেক এমপি আব্দুল ওদুদ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় গেল কয়েক ধরে পদ্মা নদীতে তীব্র ভাঙ্গনে দেখা দিয়েছে। এতে নদী গর্ভে বিলিন হয়েছে ফসলি জমি, ঘরবাড়িসহ বিশাল আম বাগানও। পদ্মার ভাঙ্গনের ক্ষতি এলাকা পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওদুল বিশ্বাস।

আজ শনিবার সকাল থেকে দুপুুর পর্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মার ভাঙ্গনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলী, আলাতুলী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সাম্পাদক আজিমুল ইসলাম রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস বলেন, আগামী বন্যার আসার আগেই চরবাগডাঙ্গা ইউনিয়নে কোন ধরনের পদ্মার ভাঙ্গনের ঝুকিতে থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন প্রতিরোধে নদীর বাধের ব্যবস্থা করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …