সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোর্ত্তীণ কসমেটিক দ্রব্যসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোর্ত্তীণ কসমেটিক দ্রব্যসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার স্বরূপনগর এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোর্ত্তীণ কসমেটিক দ্রব্যসহ একজন আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ ও ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্বরূপনগর এলাকার একটি ভাড়াবাড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের কসমেটিক দ্রব্য জব্দ করে। আটককৃত হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের সৈয়দ আলী ছেলে আব্দুল কাদের (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহরকারি পরিচালক জহিরুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ ও ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম স্বরূপনগরের একটি ভাড়াবাড়িতে অভিযান চালায়। এসময় সাবান, সুগন্ধি দ্রব্যসহ বিপুল পরিমাণ নকল ও মেয়াদোর্ত্তীণ কসমেটিক দ্রব্যসহ আব্দুল কাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই নাজমুল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকের দ্রব্য বাজারে সরবরাহ করে আসছে এবং সে কসমেটিক দ্রব্য বিক্রির আড়ালে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করে আসছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …