শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ আহত-২

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ আহত-২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনববাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকায় বিদ্যুৎষ্পৃষ্ট এক ব্যক্তি নিহত হয়েছে। আর আহত হয় আরো দুই জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বারঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের মৃত ইব্রাহিম আলী ছেলে বাবুল আকতার (৪৫)। আহত ব্যক্তিরা হলো রাজমিস্ত্রী ইউসুফ ও হাকিম। আহত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, বারঘরিয়া নতুন বাজার এলাকায় একটি নিমার্ণাধিন বাড়িতে সাটারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বাবুল নিহত হওয়ার ঘটনা ঘটে। আর আহত হয় ইউসুফ ও হাকিম।

উল্লেখ্য নিহত বাবুল আকতার ভোলাহাট উপজেলায় আনসার ভিডিপির সদস্য হিসেবে কর্মরত ছিল। কিন্ত বেশকিছু দিন আগে চাকুরী ছেড়ে এখন বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষনা কেন্দ্রের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শুরু করেন।

এবিষয়ে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …