বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে পল্লী সমিতি সদর দপ্তরের দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে বিদ্যুৎ বঞ্চিত চরনারায়পুর এলাকায় সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেন। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে শেখ হাসিনা সেতু সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, দীর্ঘ ৬ মাস আগে ইসলামপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামে বিদ্যুৎ লাইনের সংযোগ, ট্রান্সফার্মার স্থাপন ও ওয়ারিং এর কাজ সম্পন্ন হলেও এখন ওই গ্রামে ১৪৫টি বাড়ি ও ৪টি মসজিদে বিদ্যুৎ এর কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। আর বিদ্যুৎ সংযোগের নামে ১৪৫টি বাড়ির প্রত্যেক বাড়িতে থেকে প্রায় সাড়ে ৫ হাজার টাকা নেয়ার অভিযোগও করেন মানববন্ধনে। মানববন্ধনে তারা বলেন, হয়রানি বন্ধ করে দ্রæত বিদ্যুৎ’র দাবি করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …