মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক. চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তুল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সমস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাতে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ড থেকে অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলনের ছেলে আব্দুল্লাহ প্রান্ত (২১)।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় সোনামসজিদ কোম্পানি সদর সম্মেলন কক্ষে বিজিবি ৫৯ অধিনায়ক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সোনামসজিদ সীমান্ত দিয়ে বিদেশী অস্ত্র চোরাচালান করা হবে। সে সংবাদের ভিত্তিতে সোনামসজিদ সীমান্তের ১৮৪ মেইন পিলার হতে ৩০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক স্ট্র্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ প্রান্ত নামের এক যুবকের কমড় থেকে বিদেশী পিস্তুল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *