সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের চামা বাজার এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জের চামা বাজার কলেজ মোড় এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের হারান আলীর ছেলে শ্যামল মিয়া (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্যামলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শ্যামল পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …