নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার বিজিবি আয়োজনে ভোলাহাট পাবলিক ক্লাব ফুটবল মাঠে বিজিবি-বিএসএফ এর দুই দেশের সেক্টর কমান্ডার এই খেলার শুভ উদ্বোধন করেন।এই সময় উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, মালদা বিএসএফের সেক্টর কমান্ডার শ্রী সঞ্জয় গৌর, বেহারামপুর বিএসএফের ভারপ্রাপ্ত সেক্টর শ্রী রাজপাল সিংসহ দুই দেশের উর্ধতন কর্মকর্তারা।প্রধান অতিথি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ উভয় সীমান্তে রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্পূযর্ণ সম্পর্ক আরো উন্নত ও গতীশীল করার উদ্দেশ্যে এ যৌথ প্রীতি পার্টনার ভলিবল খেলার আয়োজন করা হয়।পরে খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন উভয় দেশের সেক্টর কমান্ডার।
