বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপতৎপরতা ও নৌকা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বেগম কাচারী প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের ব্যান্যারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ইয়ানি আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ন রেজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোসাঃ হালিমা খাতুনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, জায়ামাত-বিএনপির অপতৎপরতা রুখতে হবে এবং নৌকা বিরোধী গোমস্তাপুর উপজেলার আওয়ামী লীগের পকেট কমিটি বাতিল করে নতুন কমিটির দাবি করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে উপজেলা আওয়ামি লীগের নেতা-কর্মীরা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *