বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যেবৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র  আয়োজনে পুরাতন রাজমহল সিনেমা হলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সমাবেশ করেন বিএনপি।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম চাইনিজ রফিক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদর থানা বিএনপি’র আহবায়ক ওবায়েদ পাঠান।

সমাবেশে বক্তারা বলেন, তেলসহ নিত্যপণ্যের মূল্যে বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে। আ.লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। আর এই অবৈধ সরকারকে হঠানোর আন্দোলনে সবাইকে শরিক হবার আহবান জানান বক্তারা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …