সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই দু’একজন করে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাপাতালে ভর্তি হয়েছেন আরো ৬ জন। এ নিয়ে হাসপাতালে গত ২৩ জুলাই থেকে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪জন। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কোন ডেঙ্গু রোগী সানাক্ত হয়নি। ভর্তিকৃত রোগীরা সকলেই ঢাকা ফেরত বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরের জীবানু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন এসব রোগী। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিক উদ্দিন জানান, ‘ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যে সকল ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি আছেন তারা সকলেই শঙ্কামুক্ত।’

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …