শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৪ পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৪ পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৪টি পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে এসব অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্বজনদের হাতে চেক তুলে দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য গেলো বছরের ৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়পুর ডাইলপাড়া এলাকায় বিয়ের নৌকায় বজ্রাপাতে একই পরিবারের ৬ জনসহ ১৭ জনকে নিহত হয়।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …