বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে একাধিক বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।  

মৃত ব্যক্তিরা হলো শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও একই উপজেলার দূর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২)।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময়ে বুলবুল ঘরের পিছনে থাকা গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। অন্যদিকে কানসাট বহলাবাড়ী গ্রামের রুহুল আমিন পার্শ্ববর্তী বিলে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলের মারা যান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …