শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা-মা অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা-মা অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মুনিব নামে এক কিশোরের মুত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরের বাবা-মা। আজ বুধবার সকালে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনিব কালুপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এলাকাবাসী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এ সময় তারা নিজ বাড়ীর পিছনে একটি আম বাগানে পাতা কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় মুনিব। এ সময় অসুস্থ হয়ে পড়ে মুনিবের বাবা জামরুল ইসলাম ও মা মুক্তারা বেগম। পরে স্থানীয় এলাকাবাসী মুনিবের বাবা-মাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সুস্থ আছে।’

এদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ দাফন ও আহতদের চিকিৎসায় আর্থিক অনুদান দেয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …