শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ। সেই সাথে জাতীয় শিশু দিবসও। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে দিবসটি পালন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠণ।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হল চত্বরে, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক এজেডএ নুরুল হক ও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। 

এছাড়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা জানান, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। শেষে আলোচনা সভা ও কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয় এবং শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা করেন জেলা প্রশাসন।


আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের …