শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বই বিতরণ শুরুঃ জেলায় বই এর চাহিদা পুরণ হয়নি

চাঁপাইনবাবগঞ্জে বই বিতরণ শুরুঃ জেলায় বই এর চাহিদা পুরণ হয়নি

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক এ বই বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। 

এর মধ্যে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এবং মাধ্যমিকের সপ্তম শ্রেণীর বই বিতরণ করা হয়। 

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। যারা বই পাইনি আগামী ১৫ দিনের মধ্যে তাদের হাতে বই তুলে দেওয়া হবে এমনটাই বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানান প্রাথমিকের ৮০% বই তারা পেয়ে গেছেন। প্রাথমিককে এ বছর জেলায় ৯ লাখ বই এর চাহিদা রয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর বই আসেনি। আগামী ১৫ দিনের মধ্যে বাকি সব বই হাতে পাবেন।

অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান,এখন পযন্ত শুধুমাত্র সপ্তম শ্রেনীর বই বিতরণ করা হয়েছে। জেলা এ বছর বই এর চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি বই এর বিপরীতে বই জেলায় এসেছে ৭৯ হাজার ৮৪২টি বই। তবে বাকি শ্রেনীর বই কবে আসবে এখনো জানাতে পারেননি তিনি।

এদিকে শিক্ষকরা জানান আগামী ৫ তারিখ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান কার্যক্রম।

অভিভাবকরা জানান, অনেক শিক্ষার্থীরা বই না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে গেছেন। আগের বছরগুলোতে আজকের দিনে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। তবে বই না পেয়ে শিক্ষার্থীরা ক্লাসে আসতে রাজি হবে না।  

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …