শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৯১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার নলডুবরী হঠাৎপাড়া এলাকা থেকে ফেসনিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ইয়াহিয়া হাসানের ছেলে মির্জা বিদার হাসান (২০),রবিউল ইসলামের ছেলে রাবিক (২৬), মৃত টিপু সুলতাতের ছেলে জাহিদ হাসান (৩০)।

আজ মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী সুপার আজমল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি হঠাৎপাড়া এলাকায় একটি বড় ধরনের মাদকের চালাল বাইরে যাবে। এই সংবাদের ভিত্তিতে চাঁপাইবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯১ বোতল ফেনসিডিলসহ বিদার, রাবিক ও জাহিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এধরনের মাদক বহুবার বাইরে পাঠিয়েছে।

এঘটনায় শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ে করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …