সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক কৃষকদের সবজি-পুষ্টি বাগান তৈরিতে বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক কৃষকদের সবজি-পুষ্টি বাগান তৈরিতে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান তৈরির জন্য ৭ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসের উদ্যোগে ৩০ জন প্রান্তিক কৃষককের হাতে বীজ ও সাইনবোর্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, কৃষি সম্প্রসার কর্মকর্তা সলেহ আকরামসহ অন্যরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ন্যূনতম ১ শতক জমি আছে এমন ৪৮০ জন কৃষককে লাল শাক, কলমি শাক, মুলা, মরিচ, বেগুন, লাউ ও করলা বীজ, প্রত্যেককে একটি করে সাইন বোর্ড পর্যায়ক্রমে প্রদান করা হবে।  এ ছাড়া ১ শতক জমির জন্য প্রত্যেককে ২০ কেজি গোবর, ৫ কেজি ইউরিয়া, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ক্রয় বাবদ ৫৩৫ টাকা, সবজি বাগান পরিচর্যার জন্য ৪০০ টাকা এবং বেড়া তৈরির জন্য আরো ১ হাজার টাকাসহ মোট ১ হাজার ৯৩৫ টাকা বিকাশ বা মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার জানান, দেশে পুষ্টি চাহিদা মেটাতে সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। যেসব কৃষকের বাড়ির আঙ্গিনায় বা আশপাশে ১ শতক জমি রয়েছে তারা বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি বাগান করে পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …