নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হয়েছে। এ কারনে চারপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেন প্রশাসক। বিষয়টি নিশ্চত করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
আক্রান্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আব্দুল বারী (৩০)।
তিনি জানান, গত ১৫ এপ্রিল নারায়নগঞ্জ থেকে চাঁপইনবাবগঞ্জ আসলে ওই দিন তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরিক্ষা নিরিক্ষা করে শেষে আজ সোমবার বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সে হোম করোয়ারেন্টাইনে থাকার কথাও নিশ্চিত করেন।
এঘটনার করোনা সনাক্ত রোগীর বাড়িসহ চারপাশের ১০টি করে বাড়ি লক ডাউন ঘোষণা করেন প্রশাসন। শনাক্ত ব্যক্তির বাাড়ির সবাইকে বাড়িতে বাইরে বের হতে নিষেধ করা হয় এবং সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরো জানান, ভয় না করেই সামাজিক দুরত্ব বজায় এবং বাসায় থাকায় আহ্বান করেন।