নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে একতা শস্য ভান্ডাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় একতা শস্য ভান্ডার বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে কোন ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কোন পূণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে।
আর পুরাতন বাজারে গিয়ে দেখা যায় একতা শস্য ভান্ডার বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি ও পাইকারী বাজারে মূল্যে অসংগতি থাকায় মেসার্স একতা ভান্ডাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, কোন ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …