শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-বাহালাবাড়ী নামক স্থানে ও গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুল তলা এলাকায় তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার এসআই এসলাম আলী জানান, একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান ঘটনাস্থলে যায় ও মৃত মিজানুর আলীর ছেলে গুরুত্ব আহত হলে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাগর আলীকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু ব্যক্তিরা হলেন,শিবগঞ্জ উপজেলার ধোবরা গ্রামের মিজানুর রহমান, ছেলে সাগর আলী।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে বিকেল সাড়ে ৩ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুল তলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাবর আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত বাবর আলী হচ্ছে গোমস্তাপুর উপজেলার নাজিরপুর পাথরপুজা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …