রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পুষ্পকাকন নির্মাণের শুভ উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জে পুষ্পকাকন নির্মাণের শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুষ্পকানন নির্মাণ ও গবেষণা ভিত্তিক তথ্য ছক পূরণ কর্মসূচি আমার প্রস্তাব-আমার প্রত্যয় এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় দিকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নবাবগঞ্জ সরকারী কলেজের প্রশাসনিক ভবন ও শিল্পকলা একাডেমি ভবনের সামনে দুইশতাধিক গোলাপ, টগরসহ বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক করা হয়।

পরে নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা ভিত্তিক আমার প্রস্তাব-আমার প্রত্যয় তথ্য ছক পূরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. মাযহারুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধ মনিম-উদ-দৌলা চৌধুরী, শিক্ষাবিদ শাহ আলাম, জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল প্রমুখ।

এ সসয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধীক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …