সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ঈদ বোনাসের টাকায় কর্মহীনদের ঈদ উপহার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ঈদ বোনাসের টাকায় কর্মহীনদের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যের পবিত্র ঈদুল ফিতরের বোনাসের টাকায় করোনা প্রতিরোধে অসহায় দুস্থ ও কর্মহীন ৪শ জনের হাতে ঈদের উপহার তুলে দেয়া হয়।

আজ শনিবার বেলা ১২ টার দিকে পুরোনাতন স্টেডিয়াম মাঠে সদর মডেল থানার উদ্যোগে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই ঈদসামগ্রী তাদের হাতে তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকির।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইকবাল হোছাইন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন, ওসি (অপারেশন) মিন্টু রহমান।

৪শ পরিবারের কর্মহীন নারী-পুরুষের মাঝে ঈদসামগ্রী ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ কেজি করে আটা, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ টি সাবান তাদের উপহার হিসেবে তুলে দেয়া হয়।

পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যদের বোনাসের একটি অংশ থেকে ঈদের প্রাক্কালে কর্মহীন ও অসহায়দের মাঝে এসব সামগ্রী দেয়া হয়।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …