শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ নেটওয়ার্ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ নেটওয়ার্ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যদের নিয়ে পারস্পারিক ভালো শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চাঁপইনবাবগঞ্জের বড়ইন্দা মোড় এলাকার একটি হোটেলে জাতীয় স্থানীয় সরকার ইউস্টিটিউটের প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্প পরিচালক ইসরাত হোসেন খানের সভাপতিত্বে এ কর্মশালার ভার্চুয়ালী উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাও, স্থানীয় সরকারী বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনিছুর রহমান, ডাসক ফাউন্ডেশনের ম্যানেজার ইসরাত জাহানসহ অন্যরা। কর্মশালায় ৫ উপজেলার নিবার্হী কর্মকর্তা ও ৪৫টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সচিব ও সদস্যরা এই কর্মশালায় গ্রহণ করেন।

এতে বিভিন্ন উপজেলার ভালো শিখনসমূহ পরিদর্শন ও রুপায়নের সম্ভাব্যতা যাচাই নিয়ে আলোচনা, মতামত প্রকাশ ও পরিকল্পনা নেয়া হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …