রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মহানন্দা নদীতে ডুবে ৫ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হিন্দুপাড়া ঘাটে এঘটনা ঘটে।
নিহত শিশুটি হলো সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের হাসনাত আলীর ছেলে ইমরান হোসেন (৫)।

স্থানীয়রা জানান, নিহত শিশুটি বাড়ির পেছনে মহানন্দী নদীর তীরে বালুর উপরে বসে খেলাধুলা করছিল। এসময় পাড়ের বালু ধসে মহানন্দীতে পড়ে গেলে পানি ডুবে তার মৃত্যু হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিরের ষ্টেশন ম্যানেজার মিনহাজ উদ্দীন বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিরকে খবর দিলে ঘটনস্থলে গিয়ে ইমরানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, ইমরান দুপুরে মায়ের সাথে নদীতে গোসল করতে যায়। এমন সময় তার মা কাপড় খাচার সময় ইমরান বালু উপরে খেলাধুলা করার সময় বালু ধসে সে পানি ডুবে যায়। পরে স্থানীয় তাকে পানি থেকে উদ্ধার করে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …