সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণীজনকে শিল্পকলা সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণীজনকে শিল্পকলা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণীজনকে দেয়া হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৮’। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুনীদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘কণ্ঠ সংগীতে’ জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক পেয়েছেন মেহবুব রেজা। ‘যন্ত্র সংগীতে’ শ্রী রনজিত কুমার নন্দী; ‘নাট্যকলায়’ গিয়াস উদ্দিন; ‘লোক সংস্কৃতি গম্ভীরায়’ সাইদুর রহমান এবং ‘আবৃত্তি’তে রাসিদা খাতুন।

ষষ্ঠবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ জনের প্রত্যেককে সম্মাননা হিসেবে মেডেল, সনদ ও ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমন ফয়সল।

শেষে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …