শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী ফেরীঘাটগুলোতে অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী ফেরীঘাটগুলোতে অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ও নারায়ানপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী ফেরীঘাটগুলোতে ইজারাদারদের নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে পাঁকা-নারায়নপুর তরুন প্রজন্ম ও স্বর্বস্তরের জনসাধারণের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৯ সেপ্টেম্বর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, নৌকায় নির্দিষ্ট সংখ্যক যাত্রী ও উঠা-নামার সুব্যবস্থা; মালামাল ও গবাদিপশু এবং যাত্রী পরিবহনের জন্য আলাদা আলাদা নৌকার ব্যবস্থা; ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল বা যাত্রী পরিবহন না করা;  সুনির্দিষ্ট টোল নির্ধারণ এবং তা প্রতিটি ঘাটে টাঙানোর ব্যবস্থা;  গর্ভবতী ও রোগীর জন্য নির্দিষ্ট ভাড়ায় জরুরী ভিত্তিতে রির্জাভ নৌকার ব্যবস্থা ও নৌকায় জীবন রক্ষাকারী উপকরনসহ  ১১ দফা দাবি জানান।

বক্তারা আরও বলেন, স্থানীয় একটি সিন্ডিকেট ঘাটগুলো ইজারা নিয়ে অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া ও অবহেলিত চরাঞ্চলের মানুষগুলোকে জিম্মি করে অতিরিক্ত টোল আদায়সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …