সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবে বাবা-ছেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবে বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের তেররশিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছে পরিবারের দাবি। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলো, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাজার আলী ছেলে শাহবুদ্দীন (৫২), একই গ্রামের নিখোঁজ শাহবুদ্দীনের ছেলে আব্দুল্লাহ (১৯)।

পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আজ সকাল ৮ টার দিকে প্রতিদিনের মতো বাবা ও ছেলে টিনের বাড্ডি নৌকায় পদ্মা নদীতে মাছ ধরতে যায়। পরে তারা বাড়ি না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং তাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি। পরিবারের দাবি টিনের বাড্ডি নৌকাটি ছোট হওয়ায় মাছ ধরতে গিয়ে নৌকাটি ডুবে নিখোঁজ হয়।

তাদেরকে পদ্মা নদীতে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবোরি দল রাজশাহী থেকে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …