মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পথশিশু, অভিভাবক-শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পথশিশু, অভিভাবক-শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে পথশিশু কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয় এর শুভ উদ্বোধণ উপলক্ষে শিক্ষক, অভিভাবক, পথশিশু ও ঝড়ে পড়া শিশুদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে পথশিশু কল্যাণ ট্রাস্টের আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মহসিল আলীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, পথশিশু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক, মহিলা সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, দাতা সংস্থার প্রতিনিধি জের মার্ক ও ভ্যালেনটাইনসহ অন্যান্যেরা।

পথশিশু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক বলেন, এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া ও ঝড়ে পড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঘরে বসে যেন আয় করে নিজের শিক্ষার প্রয়োজনের ব্যয় করতে পারে সে ব্যবস্থা করে দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দক্ষ প্রশিক্ষক টিম দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই সাথে বৃক্ষ নিধন বন্ধে পরিবেশ বান্ধব নন-স্মোক চুলা বিনামূল্যে বিরতরণ করা হবে। পথশিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …