শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পরবর্তী হামলা ও ভাংচুরের প্রতিবাদ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পরবর্তী হামলা ও ভাংচুরের প্রতিবাদ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারটি বাড়ীতে হামলা হামলা  -ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ এর  অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলা চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম টুটুল খান।  সম্মেলনে অভিযোগে লিখিত বক্তব্যে বলেন, স্বত্রন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ভোট করায় শিবগঞ্জ উপজেলার সভাপতির বাড়িসহ ১২টি জায়গায় বাড়িঘরের হামলা ভাংচুরসহ একজনকে গুরুত্বর আহত করে। এ ধরনের ঘটনা ঘটিয়ে নৌকার সমর্থকরা। এটঘনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা না হলে আগামীতে কঠোর কর্মসুচি।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলামসহ প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …