নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
‘করি নিরাপদ সবজি চাষ সুস্থ থাকি বার মাস’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাপাইনবাবগঞ্জে নিরাপদ শাক-সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজন ৭০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মঞ্জুরুল হুদা, অতিরিক্তি উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, কৃষি অফিসার সলেহ আকরাম ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রশিক্ষকরা বলেন, বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ শাক-সবজি ফলমূল তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা বাংলাদেশে নিরাপদ শাক-সবজি ও ফলমূল সরবরাহ করতে পারবেন কৃষকরা। তারা আরো বলেন, পোকা মাড়ক দমনে কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ কৃষকদের দেয়া হয়।