বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানের বাড়ি থেকে গোপন বৈঠক করা অবস্থায় তাদের আটক করা হয়। আজ বুধবার দুপুরে সদর থানার ওসি মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মৃত এমদাদুল হকের ছেলে কামরুজ্জামান (৪৫), মৃত মুঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), সাইদুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২০), মৃত কালু মন্ডলের ছেলে সাইরুল ইসলাম (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে নূর বক্স (৪৬), নজরুল ইসলামের ছেলে সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে ফিরোজ আলী (৩২), শাহাজাহান আলীর ছেলে সামিউল ইসলাম (২৫), আমিরুল ইসলামের ছেলে আলিউল হক (২০),  মনিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২০), হুমায়ন কবির এর ছেলে ইয়াকুব আলী (২২), আব্দুল কুদ্দুস মানিক আলী (২৪), ফজলুর রহমানের ছেলে সাব্বির আলী (২৮), আকবর আলীর ছেলে কাজল আলী (২৫), শুকুরুদ্দীন এর ছেলে জহুরুল ইসলাম (৪৫), শাহজাহানের ছেলে রবিউল আওয়াল (৪৩, মনিরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), তরিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৫), মনিরুল ইসলামের ছেলে শামীম উদ্দীন উরফে কাজল (৪৩), আবুল কালাম আজাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৪)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় সকলের বাড়ি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয় নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় কামরুজ্জামানের বাড়িতে নাশেকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয় সদর থানা পুলিশ। পরে আজ বুধবার দুপুরে থানার উপ-পরিদর্শক অমিত কুমার পান্ডে বাদি হয়ে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে প্রেরণ করলে কোর্ট তাদের জেল হাযতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …