শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জনের শরীরের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১৬ জন। যার মধ্যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে ৯০ জন। আর বাকি ২৬ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে। সকলের কোন উপসর্গ নেই। বিষয়টি নিশ্চত করেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১৫ জন আক্রান্তের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬ জন, গোমস্তাপুর উপজেলায় ৭ জন এবং শিবগঞ্জ উপজেলায় ২ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আরো বলেন, জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল হাসপাতাল ও ঢাকা সাভারের প্রাণীসম্পদ ল্যাবে। এতে করোনা পজিটিভ ফল এসেছে ১১৬টি। নেগেটিভ ফল এসেছে ২ হাজার ৯৭৪টি নমুনার। এখনও ফল আসেনি ৪৯০টি নমুনার।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …