নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে তিন জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৪৯ জন। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮৬টি নমুনার মধ্যে ৮৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। বাকি তিনটি নমুনা পজিটিভ রিপোর্ট এসেছে । নতুনভাবে আক্রান্ত তিন জনের মধ্যে একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলা এবং অপর দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলায়। নতুন আক্রান্তরা ১৮ থেকে ৩৫ বছরের। আক্রান্তদের মধ্যে ৩ জন ইতোমধ্যে আরোগ্য লাভ করেছেন। বাকীরাও উপসর্গবিহীন চিকিৎসাধীন আছে নিজনিজ বাড়িতে।
এদিকে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনের। এর মধ্যে পজিটিভ ৪৯ জন আর নিগেটিভ ১ হাজার ৫০৮ জন। যার ভিতর রিপোর্ট পেন্ডিং আছে ১৯০ জনের। দায়িত্বশীল হতে ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতেও আহবান জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে ঈদের দিন ২২ জন করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।