নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালের বিচারক শওকত আলী আসামীর উপস্থিতে এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলো শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর গ্রামের রইসুদ্দীনের ছেলে আজিজুল হক (৩৭)।
মামলার বিবরণে জানা যায়, আজিজুল বাদীনিকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে সে কু-প্রস্তাবে রাজি না হলে তাকে মেরে ফেলার হুমকি-ধামকি দেয় আজিজুল ইসলাম। বাদীনি তার ব্যক্তিগত কাজ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসেন এবং কাজ শেষ করে চকদৌলতপুর এলাকায় রাড়ি ফিরার সময় রাত সাড়ে আট টার দিকে আজিজুল তার মুখ চেপে জোর করে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে আসামি পালিয়ে যায়। পরে সে নিজে বাদী হয়ে ২০১৭ সালের ২১ মার্চ শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে ২০১৭ সালের ১৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম মোস্তফা আদালতে এই মামলার চার্জশীট দাখিল করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে মামলার রায় দেন আদালত।
আরও দেখুন
লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …