শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইবাবগঞ্জ:
তোমার বোন, তোমার মা, আজ সম্ভ্রমহারা। ধর্ষক তোমরা কারা? এই শ্লোগান সামনে রেখে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বেসরকারী সংস্থা স্পর্শ ফাউন্ডেশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি শাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের সহ-সভাপতি রায়হান আলী, হেল্প লাইনের সদস্য শারমীন নাহার, ও এনি খাতুন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্যরা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। নিরাপদ থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন। মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করেন।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …