নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী শীতের পিঠা-পুলির উৎসবে মেতে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে হরিমহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে বাহারী রঙের মুখরোচক পিঠা নিয়ে উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ পিঠা উৎসবে প্রায় ১২টি স্টলে নানা নাম ও রঙের মুখরোচক পিঠা দেয়া যায়। পিঠা খেতে স্টলগুলোর সামনে ভীড় করেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও।
পিঠা খেতে আসা দর্শনার্থীরা জানান, এখানে এসে গ্রামীণ আদি পিঠা, জামাই পিঠা, নবাবি সেমাই, হৃদয় হরণ, বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা, তেল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ব্রেড পিঠা, চুই পিঠা, দুই পুলি, বিস্কুট পিঠা, ও চন্দ্র পুলি দেখা যায়।
পিঠা উৎসবে শিক্ষার্থীরা বলেন, আমরা সারা রাত ভোর পিঠা বানিয়ে নিয়ে এসেছি। এর আগে কোনো পিঠা উৎসবে যোগ দিইনি। উৎসবে এসে ভালোই লাগছে। মানুষের মধ্যে পিঠা নিয়ে ভালোই আগ্রহ রয়েছে। সেই সাথে অনেকেই পিঠা কিনে খাচ্ছে ও নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, প্রতি বছরই পিঠা উৎস করা হয়। সেই সাথে সাংস্কৃতিক খেলাধুলাও করা হয়। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরাও পিঠা উৎসবে এসেছে। আগামীতেও এ ধরনের পিঠা উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।