মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে জেলা শত্রুমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা শত্রুমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে জেলা শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনের সকালে শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও বেলুন উঠিয়ে এক বণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মঞ্চে এসে শেষ হয়। পরে জেলা শত্রুমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ অন্যান্যেরা।

বক্তারা বলেন, দীর্ঘ ৫১ বছর আগে এই দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে শত্রুমুক্ত করা হয়। অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম জানতে পারবে কিভাবে জেলাকে শত্রুমুক্ত করা হয়েছে। তবে এর আগে কখনোই সরকারীভাবে এ দিবস পালিত হয়নি। আগামীতে যেন জেলা প্রশাসন এ দিবসটি আরো বড় আকারে আয়োজন করবেন এমনটায় দাবি মুক্তিযোদ্ধাদের।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …