মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ৩ সদস্যকে ১৫ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ৩ সদস্যকে ১৫ বছর করে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস বিরোধী আইন মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড; প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ বিজ্ঞ বিচারক শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হ’ল, নীলফামারী সদর উপজেলার সুখধনডাংগা গ্রামের মুর্তজা আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), নওগাঁর নিয়ামতপুর থানার আলিমপুর গ্রামের মৃত আঃ আলিমের ছেলে হযরত আলী (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ^নাথপুর গ্রামের এন্তাজ আলী ছেলে একরামূল হক (৫১)।
মামলার বিবরণে অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠণ জেএমবি’র সদস্যরা, ২০০৮ সালের ২৫ অক্টোবর রাত দেড়টার দিকে শিবগঞ্জ থানার বিশ^নাথপুর গ্রামের একরামূল হকের বাড়িতে গোপন বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও; রফিকুল ইসলাম ও হযরত আলীকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিমূলক নির্দেশনাপত্রসহ ও কিছু জিহাদী বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি’র পরির্শক মোঃ রফিকুল হোসেন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে এ মামলায় ১৮ জনকে আসামি থাকলেও ১৫ জনের কোন প্রমান না থাকাই তাদের বেকসুর খালাস দেন বিজ্ঞ বিচারক।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *