নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনি আগামী ১লা জুন উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, আগামী ১লা জুন সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় ২ লাখ ২৬ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে ৬ থেকে ১১ মাসের বয়সী ২৬ হাজার ৬৬৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২ ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে।