শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনি আগামী ১লা জুন উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, আগামী ১লা জুন সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় ২ লাখ ২৬ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে ৬ থেকে ১১ মাসের বয়সী ২৬ হাজার ৬৬৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২ ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …