বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ২০শে ফেব্রুয়ারী ২০২৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা সিভিল সার্জন।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।

এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন মাহমুদুর রশিদ, মেডিকল্যান অফিসার ডা.রাকিবুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, আগামী ২০ শে ফেব্রুয়ারী সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ জেলায় ২ লাখ ১৮ হাজার ৭১ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে ৬ থেকে ১১ মাসের বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে নিয়োজিত থাকবেন ৩ হাজার ৪৮৩ জন স্বেচ্ছাসেবী।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …