মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

“বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’’ এই প্রতিপাদ্য কে সামনের রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসটি পালিত হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচানা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলার নির্বাহী অফিসার রওশন আলীসহ অন্যরা।

এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষকে পরিস্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগেই অবশ্যই ভালোভাবে দুই হাত ধোতে হতে। যাতে করে কোন প্রকার জীবানু পেটে প্রবেশ করতে না পারে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …