সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে যুব ঋণের চেক, মাস্ক বিতরণ, বিউটিফিকেশন কোর্সের সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ যুব ভবনে এক আলোচনাসভা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অনান্যের বক্তব্য রাখেন, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান ও যুব সংগঠক আকসানা খাতুন।

শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ জন উদ্যোক্তার মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক তুলে দেয়া হয়। এছাড়া উদ্যোক্তার মাঝে সনদপত্র ও আত্মকর্মসংস্থান সৃষ্টি অবদান রাখার জন্য সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …