সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা নির্বাচন অফিসার মোঃ মোতায়াক্কিল রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান। বক্তব্যরা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তোলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জরুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন প্রমুখ। পরে, নতুন ভোটারসহ বাদ পড়া ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।  

আরও দেখুন

২০১৪ সালে গুম দুই ভাই, মামলা তুলে নিতে বাদীকে হুমকি,বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের ঘটনায় বাদীদের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ …