সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক



নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃতু বজলু রহমানের ছেলে মধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরেন। এ সময় স্ত্রী তানজিলার সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী মধুর। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। দাম্পত জীবনে তাদের ২ ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক। 

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে  ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …