শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ সোমবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিষদ হল রুমে এই কোর্স শুরু হয়।

কোর্স পরিচালক হিসেবে রয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলঅ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল আলীম, সহকারি প্রোগ্রামার মোঃ নাজমুল হক ও এনআইএলজির ফোকাল পার্সন মোঃ মতিউর রহমান।

ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন।

মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দেশের ১৮টি জেলায় একযোগে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …